সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ইসলামাবাদে মুষলধারে বৃষ্টিতে ভবনের দেওয়াল ধসে ১১ জনের মৃত্যু

News Sundarban.com :
জুলাই ১৯, ২০২৩
news-image

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নুন থানা এলাকায় পেশোয়ার রোডে প্রবল বৃষ্টিতে একটি ভবনের দেওয়াল ধসে পড়ে। বুধবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ১১ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

বর্ষার বৃষ্টিতে বিপর্যস্ত ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি শহর। দুটি শহরই প্রায় জলমগ্ন। ইসলামাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আই-৯-এর পুলিশ সুপারিনটেনডেন্ট খান জেবের মতে, যন্ত্রপাতির সাহায্যে ধ্বংসাবশেষ থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের নির্বাহী পরিচালক ডঃ ইমরান সিকান্দারের মুখপাত্র ডঃ মুবাশ্বির দাহার মতে, তাঁর কাছে ১১টি মৃতদেহ পাঠানো হয়েছে। নিহতরা সবাই শ্রমিক। আহত ছয়জনকেও আনা হয়েছে। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা আশঙ্কামুক্ত।