ফ্রেজারগঞ্জে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নামখানা:অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দক্ষিণ 24 পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার কলোনি পাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার কলোনিপাড়া এলাকার একটি খালে একটি অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ কে ভেসে থাকতে দেখা যায়।
স্থানীয়রা খবর দেয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়।ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠিয়েছে স্থানীয়দের অনুমান এই মৃতদেহ এই এলাকার বাসিন্দা নয়। তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে মৃতদেহের পরিচয় খোঁজার চেষ্টা করছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।