ঘরের মধ্যেই বধুর গলাকাটা দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং – ঘরের মধ্যেই গলাকাটা অবস্থায় উদ্ধার হলো এক গৃহবধূর দেহ। মৃত বধুর নাম অঞ্জলি নস্কর (৩৯)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মাতলা ২ পঞ্চায়েতের মিঠাখালী এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে খবর মানসিক অবসাদে ভুগছিল অঞ্জলি দেবী। বেশ কিছু টাকা দেনায় জড়িয়ে পড়েছিলন।
স্বামী দিলীপ নস্কর দিনমজুরের কাজ করেন। দুই ছেলে বেকার।ক্যানিংয়ে ভাড়া বাড়িতেই থাকতেন ওই বধু। আদি বাড়ি ক্যানিং থানার গোপালাপুর পঞ্চায়েতের গলাডহরা গ্রামে।মঙ্গলবার সকালে ভাড়া বাড়ির ঘরের মধ্যে থেকেই উদ্ধার করা হয় গলা কাটা মৃতদেহ। বঁটি দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। পরিবারের দাবী মানসিক অবসাদের কারণেই নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করেছে।অন্যদিকে সাত সকালে এমন ঘটনা এলাকায় চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আত্মহত্যা না খুন তাও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের।পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।