গঙ্গাসাগরে বনমোহৎসব উদযাপন

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর:“অটুট থাকুক প্রাণের স্পন্দন,শান্ত পৃথিবীকে সবুজ অভিনন্দন ” স্লোগানের মধ্য দিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজার উদ্যোগ, বকখালি বনদপ্তর,গঙ্গাসাগর কোস্টাল, গঙ্গাসাগর বকখালি অথরিটি ও গঙ্গাসাগর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপন এলাকায় বন মহোৎসবের অধীনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই অভিযানের আওতায় বিভিন্ন স্কুল, হাসপাতাল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার, গ্রাম পঞ্চায়েত এলাকায়ও বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন চারা রোপণ করে সাধারণ মানুষকে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতন করা হচ্ছে।সকাল ১১ টা নাগাদ এলাকার মানুষ বনদপ্তর ও বিশিষ্ট মানুষ স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রা বার হয়, এই শোভাযাত্রা বাস স্ট্যান্ড থেকে কপিলমুনি মন্দির সম্মুখস্থ এলাকায় যায়, এবং নদীর চরে চারা গাছ রোপন করে। এলাকার মানুষ স্কুল ছাত্র ছাত্রী হসপিটাল অঙ্গওনারী কেন্দ্রকে প্রায় ৮০০ চারা রোপণ ও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, দক্ষিণ ২৪ পরগনা জেলা বন আধিকারীক মিলন কান্তী মন্ডল,সাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় দে,এ ছাড়া সাগর পঞ্চায়েত সমিতি বিদায়ী সভাপতি স্বপন প্রধান, জেলা পরিষদের বিদায়ী সদস্য সন্দীপ পাত্র, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মন্ডল প্রমুখ।