পঞ্চায়েতের ফলাফল ঘোষনা শেষ হতে হিংসা ছড়ালো বাসন্তীতে

অরিক দাশ,বাসন্তী – ভোট গণনার পরই যুব তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী ব্লকের কলতলা লস্কর পাড়া এলাকা।পঞ্চায়েত ভোটের গণনা শেষ হতেই উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী। কাঁঠালবেড়িয়া গ্রামপঞ্চায়েতের কলতলা লস্করপাড়া। সেখানেই এদিন এক যুবতৃণমূল কর্মীর বাড়িতে হামলা চলে। অভিযোগের আঙুল দুষ্কৃতিদের বিরুদ্ধে। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায় বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী।
ভোটের আবহে বারংবার শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে এই বাসন্তীতে।দুটি খুনের ঘটনাও ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত ও ফুলমালঞ্চ পঞ্চায়েত, এই দুই পঞ্চায়েত এলাকায় তৃণমূলের মূল সংগঠনের সঙ্গে যুব’র বিবাদ বহু পুরনো। পঞ্চায়েত ভোটে যাঁরাই দলের প্রতীক পেয়েছেন, পাল্টা নির্দল হয়ে লড়েছে দলেরই একাংশ।
আহমেদ আলি মোল্লা নামে এক তৃণমূল সমর্থক বলেন, “আমরা তৃণমূল করি, ওরা নির্দল করে। কী জন্য কী হল বুঝতেই পারলাম না।মঙ্গলবার রাতে বাড়িতে এসে হামলা করে ভাঙচুর চালায়। এখন বলছে, দু’টো ছেলের মুন্ডু চাই। কেন এসব বলছে কিছুই বুঝতে পারছি না। পরিবার নিয়ে আতঙ্কে রয়েছি।”