মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তৃণমূলের বিজয় মিছিল থেকে তৃণমূল কর্মীদের বাড়িতে ইট ছুঁড়ে লুঠপাটের অভিযোগ

News Sundarban.com :
জুলাই ১২, ২০২৩
news-image

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং – তৃণমূলের বিজয় মিছিল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িঘর লক্ষ্য করে ইট ছোড়া এবং লুঠপাট করার অভিযোগ উঠলো। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার আমঝাড়া পঞ্চায়েতের ৮ নম্বর তীতকুমার গ্রামে।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে বিজয় মিছিল চলাকালীন মিছিল থেকে সোনাই হালদার,খোকন হালদার,বাপি মৃধা ও ভাষা পাসোয়ান সহ একাধিক লোকজন ইট পাথর ছুঁড়ে মারে তৃণমূল কর্মী সমর্থক রুল আমিন সরকার,বাবলু হালদার,তালেব সরদার ও আজি খাঁদের বাড়ি লক্ষ্য করে।আরো অভিযোগ বেশ কয়েকটি বাড়িতে লুঠপাটও চালায়।ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দেয় বাসন্তী থানার পুলিশ।এলাকায় রয়েছে উত্তেজনা।