বাস্তিল দিবসে আতসবাজি নিষিদ্ধ করল ফ্রান্স

ট্রাফিক আইন না মানার অপরাধে পুলিশকর্মীর গুলিতে নিহত কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে গত মাস থেকেই হিংসার আগুনে জ্বলছে ফ্রান্স । এহেন পরিস্থিতিতে বাস্তিল দিবসের জন্য নয়া নির্দেশিকা জারি করল ফ্রান্স সরকার। উৎসব উৎযাপনে নিষিদ্ধ করা হল আতসবাজি।
আগামী ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবস বা ‘বাস্তিল ডে’। অন্যদিকে এম নাহেলের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভের ধারা এখনও অব্যাহত। এই পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষার কথা চিন্তা করে রবিবার ফ্রান্স অফিসিয়াল গেজেটে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, ১৪ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত আতসবাজির কেনাবেচা, ব্যবহার এবং পরিবহণ বন্ধ থাকবে। তবে স্থানীয় প্রশাসনের বাজি প্রদর্শনের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকবে না।