আমতলিতে তৃণমূল কর্মীকে মার, অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের দিকে

নিজস্ব প্রতিনিধি, গোসাবা – ভোট গ্রহণ শেষ হতে তৃণমূল কর্মীদের কে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোসার আমতলি পঞ্চায়েতের অমৃতনগর হাইস্কুলের অনিমেশ মন্ডল। জগদীশ মন্ডল ১০৩ বুথ এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূল কর্মী সমর্থক অনিমেশ মন্ডল ও জগদীশ মন্ডল।স্থানীয় তৃণমূল কর্মী সমর্থদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলে রাতেই ্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে তৃণমূল জেলাপরিষদ সদস্য অনিমেশ মন্ডল জানিয়েছেন, ‘বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা ভোট লুঠ করার জন্য বুথের সামনে জড়োছিল। প্রতিবাদ করাতেই বাঁশ লাঠি দিয়ে আমাদের দুই কর্মীকে বেধড়ক মারধর করে।’
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপির জেলাপরিষদ প্রার্থী তথা বিজেপির রাজ্যনেতা সঞ্জয় কুমার নায়েক জানিয়েছেন, ‘তৃণমূলের দুই গোষ্ঠির মারামারি হয়।নিজেদের দলীয় গোষ্ঠি কোন্দল কে বিজেপির ঘাড়ে চাপিয়ে দোষারোপ করে সাধু সাজতে চাইছে।“