মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নামখানার ট্রেন থেকে উদ্ধার গোসাপ

News Sundarban.com :
জুলাই ৪, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ:শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে ডাউন ট্রেন থেকে উদ্ধার হলো তিন ব্যাগ গোসাপ। গতকাল বিকালে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে আরপিএফ এর নজরদারির সময় ট্রেনের ভিতরে এগুলি পাওয়া যায়। পরে সেগুলি কে উদ্ধার করে কাকদ্বীপ থানায় নিয়ে যাওয়া হয়। রাতে সেগুলি বনদপ্তরের নামখানা রেঞ্জের হাতে তুলে দেওয়া হয়েছে।

বনদপ্তর সূত্রে জানা গেছে, মোট ১৪টি গোসাপ ছিল। তার মধ্যে দুটি মৃত। তবে কে বা কারা এই গোসাপগুলি পাচার করছিল বা কি কারনে নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত শুরু করেছে আরপিএফ ও কাকদ্বীপ থানার পুলিশ।