পঞ্চায়েত ভোটের জন্য নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে, বিস্ফোরক কংগ্রেস নেতা

পঞ্চায়েত ভোটের জন্য নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে। বিস্ফোরক অভিযোগ করলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। রবিবার একটি ব্যালট পেপার নিয়ে সাংবাদিক সম্মেলন করে মোহিতবাবু দাবি করেন, ‘পঞ্চায়েত ভোটের জন্য নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে। যা মানুষের ভোট লুঠ করতে ব্যবহার করবে শাসকদল। এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী একই অভিযোগ জানিয়েছিলেন। আমরা রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি।’
মোহিতবাবুর অভিযোগ, ‘তৃণমূল নকল ব্যালট পেপার ছাপছে। মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। এদিন রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি অঞ্চলের এক বাসিন্দা এই ব্যালট পেতেই আমাদের জানান। মানুষের রায়কে বদলে দিতে ব্যবহার করা হবে এই ব্যালট। তৃণমূল ভয়ংকর কারচুপির খেলা খেলছে।’ তিনি বলেন, ‘নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে। সেই ব্যালট বুথ থেকে স্ট্রংরুমে যাওয়ার পথে পরিবর্তিত হবে। ব্যালটে সিরিয়াল নম্বর আছে। বাড়িতে ব্যালটে ভোট দিয়ে সেই ব্যালট ভোট কেন্দ্রে জমা দিতে বলছেন তৃণমূলকর্মীরা।’ কংগ্রেস নেতার অভিযোগ, ‘মানুষের ভোটকে পরিবর্তন করে, নিজেদের জয় নিশ্চিত করতে চাইছে শাসকদল।’