নির্বাচন কমিশন রাতকানা, নামখানায় এসে বললেন দিলিপ ঘোষ

শিল্পা মাইতি, নামখানা: নির্বাচন কমিশনারকে রাতকানা বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আগামী ৮ ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন এমনটাই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন। সময়টা খুব কম থাকায় দলীয় প্রচারের কোনো খামতি রাখতে চাইছে না কোন রাজনৈতিক দলই। রবিবার দিন দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের দলের প্রার্থীদের প্রচারে এলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
এদিন তিনি প্রথমে নামখানা ব্লকের সাতমাইল বাজারে র্যালি করেন, তারপরে একটি নির্বাচনী জন সভা করেন। এরপরে হরিপুরে একটি নির্বাচনী জনসভা করেন। তারপরেই মদনগঞ্জে একটি নির্বাচনী জনসভা করেন। এদিন নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতাদের উপর একের পর এক আক্রমণ সানায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।
তিনি বলেন বিয়ে বাড়ি এলে আমরা টাকা পয়সা এবং খাবার সংগ্রহ করে রাখি। আর তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনের দু-তিন মাসআগে থেকে বোমা বন্দুক মজুদ করে রেখেছে। সারা রাজ্য জুড়ে বোমা বন্ধুকে কারখানা গড়ে তুলেছে। পুলিশে সব জানে কিন্তু কোন ব্যবস্থা নেয় না। এই দিন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন কে রাতকানা বলেন।