শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগাল দুষ্কৃতীরা, মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

পশ্চিমবঙ্গে হিংসাত্মক ঘটনা কমছেই না, বরং দিন দিন বেড়েই চলেছে। এবার শিলিগুড়ির ডাবগ্রাম এলাকায় বিজেপির দলীয় কার্যালয় পুড়িয়ে দিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে বিজেপির দলীয় কার্যালয়। পুড়ে গিয়েছে একটি স্কুটারও। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে, শিলিগুড়ির ডাবগ্রামে বিজেপির পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি বিধায়ক শুভেন্দু বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না থাকা পর্যন্ত এই (হিংসা) থামবে না এবং সমাধান একটাই তৃণমূল কংগ্রেস ও মমতাকে ভোট না দেওয়া।