বাইক ও মারুতি মুখোমুখি সংঘর্ষ, জখম ২

অরিক দাশ, বাসন্তী – বাইক মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেই দুই গাড়ির চালক।ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দুপুরে বাসন্তী হাইওয়ের হেদিয়া এলাকায়। গুরুতর জখম দুই চালক কে উদ্ধার করে বাসন্তী থানার পুলিশ। তাদের কে স্থানীয় শিমুলতলা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য।
বাইক চালক হাফিজুল লস্করের অবস্থা অত্যন্ত সঙ্কজনক জনক হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসকরা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন বাসন্তীর উত্তর চুনাখালি গ্রামের যুবক হাফিজুল লস্কর হেলমেট পরেই বাইক চালিয়ে বাসন্তীর দিকে যাচ্ছিলেন।
সেই সময় বাসন্তী থেকে সরবেড়িয়ার দিকে একটি মারুতি গাড়ি যাচ্ছিল।বাসন্তী হাইওয়ের হেদিয়ার কাছে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনায় গুরুতর জখম হয় মারুতির চালক মোজাফ্ফর পিয়াদা ও বাইক চালক হাফিজুল লস্কর।