বাইকের ধাক্কায় যখম যুবক

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং – বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন নূরহোসেন লস্কর এক যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় বাসন্তী থানার অন্তর্গত আঠারোবাঁকি এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় ওই যুবক রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। আচমকা এক বাইক চালক ওই যুবক কে সজোরে ধাক্কা দেয়।রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই যুবক কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে সেখানেই আশাঙ্কাজনক অবস্থায় ওই যুবক চিকিৎসাধীন রয়েছেন।