রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর যোগ ক্লাসে বিশ্বরের্কড

বুধবার জাতিসঙ্ঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাসন করলেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়াম করা সমস্ত দেশের মানুষের জন্য আনন্দদায়ক।
তিনি আরও বলেন, যোগাভ্যাস ভারতের প্রাচীন ঐতিহ্য। কিন্তু যোগের কোনও কপিরাইট, রয়্যালিটি কিংবা পেটেন্ট নেই। বিশ্বের যে কোনও দেশের মানুষই যোগাভ্যাস করতে পারেন। বুধবার জাতিসঙ্ঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি।