বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কেন্দ্রীয় বাহিনীর দাবিতে অনড় মেদিনীপুরের ভোট কর্মীরা

News Sundarban.com :
জুন ১৮, ২০২৩
news-image

রবিবার মেদিনীপুর কলিজিয়েট স্কুলে ভোট প্রশিক্ষণ নিতে আসা ভোট কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন কি আমাদের গরু ছাগল ভেবেছে, আমাদের জীবনের কি কোন দাম নেই ? ভোট কর্মীরা প্রশ্ন তোলেন,হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী নিয়োগের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের নির্বাচন কমিশন সরকারের সঙ্গে হাত মিলিয়ে সুপ্রিম কোর্টে গেছে কোন দায়বদ্ধতা থেকে ? প্রশিক্ষণ নিতে আসা সৌমেন বিদ, প্রনিত কুমার দণ্ডপাট, মিঠুন ঘোষ সহ অন্যান্য ভোট কর্মীরা এদিন এভাবেই নির্বাচন কমিশনের প্রতি তাদের ক্ষোভ উগরে দেন।

রবিবার ১০ টা থেকে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ভোট কর্মীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। কিন্তু বিদ্যুৎ না থাকায় বেলা বারোটার আগে প্রশিক্ষণ শুরুই করা যায়নি। প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা হয় ভোট কর্মীদের। বিকল্প হিসেবে কেন জেনারেটরের ব্যবস্থা করা হয়নি সেই প্রশ্ন তুলে বিরক্তি প্রকাশ করেন ভোট কর্মীরা।