মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তীব্র তাপপ্রবাহে উত্তরপ্রদেশে মৃত ৫৪, অসুস্থ ৪০০

News Sundarban.com :
জুন ১৮, ২০২৩
news-image

গত তিন দিনে তীব্র তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশে ৯৮ জনের মৃত্যু হয়েছে। আজমগড়ের অতিরিক্ত স্বাস্থ্য ডিরেক্টর ডঃ বিপি তিওয়ারি জানান, হঠাৎ এত রোগী মৃত্যুর পিছনে কোনও রোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে লখনউ থেকে একটি বিশেষ দল আসছে। সাধারণত গরম বা ঠাণ্ডা পড়লে শ্বাসকষ্ট, মধুমেহ ও রক্তচাপের রোগীদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
উত্তরপ্রদেশের বালিয়া জেলা হাসপাতাল সূত্রে খবর, এই ৯৮ জনের মধ্যে উত্তরপ্রদেশের মৃতের সংখ্যা ৫৪ এবং বিহারে ৪৪। তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে ১৫, ১৬ এবং ১৭ জুন চারশোরও বেশি রোগী ভর্তি হয়েছেন বালিয়া জেলা হাসপাতালে। তাঁদের বেশির ভাগেরই বয়স ৬০ বছরের বেশি। বেশির ভাগ রোগীর মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে, ব্রেন স্ট্রোক এবং ডায়েরিয়ার কারণে।