কুকুর বাঁচাতে গিয়ে গুরুতর জখম ২

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং – কুকুর বাঁচাতে গিয়ে গুরুতর জখম হলেন দুজন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ক্যানিংয়ের তালদি পঞ্চায়েত এলাকার ক্যানিং-বারুইপুর রোডের তালদি খিরীশতলা এলাকায়। গুরুতর জখম হয়েছেন বাবুলাল মন্ডল ও বিশ্বজিত মন্ডল। স্থানীয়রা জখম দুজন কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
সেখানে আশাঙ্কাজনক অবস্থায় দুজনের চিকিৎসা চলছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে শনিবার রাতে বিশ্বজিৎ ও বাবুলাল একটি স্কুটি গাড়ি চালিয়ে তালদি থেকে ক্যানিংয়ের দিকে আসছিলেন।রাতের অন্ধকারে আচমকা একটি কুকুর তাদের গাড়ির সামনে চলে আসে। কুকুর কে বাঁচাতে মুহূর্তে স্কুটির ব্রেক চাপলে গাড়ি থেকে ছিটকে রাস্তার ওপর দুজন পড়ে যায়।
গুরুতর জখম হয়।রক্তাক্ত অবস্থায় চিৎকার শুরু করে।স্থানীয়রা দৌড়ে আসে। তাদের কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসা চলছে।অন্যদিকে কুকুর টি অক্ষত অবস্থায় পালিয়ে যায়।