মৎস্য আড়ৎ-এ ২ কেজি কাঁকড়া নিয়ে হাজির মৎস্যজীবী, কাঁকড়া দেখতে ভিড় শতাধিক মানুষের

শিল্পা মাইতি, পাথরপ্রতিমা : আজ দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের আঠারো গাছিয়া জেটিঘাট সংলগ্ন চর ঘেরা বিশালাকারের সমুদ্র কাঁকড়া, যার ওজন ২ কেজি। এই কাঁকড়া দেখতে এলাকাসহ দিগম্বরপুর শৈলবালা মৎস্য আড়ৎ-এ প্রচুর মানুষের ভিড় । উল্লেখ্য মৎস্যজীবী নটো খাঁ সহকারি মৎস্যজীবীদের নিয়ে দুর্গা খালি এলাকায় আঠারো গাছি নদীতে চর ঘেরা জাল পাতে, আজ সকাল 9 টার দিকে যায়। গিয়ে দেখে চোখের চড়কগাছ, এত বড় সমুদ্র কাংকড়া।
একদিকে যেমন আনন্দ হচ্ছে তেমন অন্যদিকে ভয় করছে। এমন পরিস্থিতিতে সহকারি মৎস্যজীবীদের ডাক দেয়। ততক্ষণে কাঁকড়া টি মাটির গর্তে প্রবেশ করেছে। আর হয়তো পাওয়া যাবে না ছড়িয়ে পড়েছে মনে হতাশা। কিন্তু শেষমেশ সমস্ত মৎস্যজীবী মিলে গর্তের ভেতর থেকে কাঁকড়া বার করে দিগম্বরপুর শৈলবালা মৎস্য আড়ৎ এ নিয়ে আসে। তবে দাম কত হবে সে বিষয়ে এখন মন্তব্য করতে না পারলেও আড়ৎদার পাঠানো হচ্ছে বাঘাযতীন বিক্রির পরেই জানা যাবে কত টাকা হলো। তবে মৎস্যজীবীরাও জানিয়েছে এত বড় কাঁকড়া এর আগে কখনো দেখেননি।