শুক্রবার নামখানায় মমতা ও অভিষেকের সভা ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি

শিল্পা মাইতি, নামখানা : তৃণমূল কংগ্রেসের নব জোয়ার কর্মসূচির শেষ দিন ১৬ই জুন। এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার কর্মসূচিতে যোগ দেবেন।
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন নব জোয়ার কর্মসূচিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জোর কদমে কাকদ্বীপে চলছে প্রস্তুতি। বুধবার কাকদ্বীপ থানার নারায়ণপুরের ইন্দিরা ময়দানে চলল হেলিকপ্টারের ট্রায়াল।
এদিন সকাল থেকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসে ইন্দিরা ময়দান পরিদর্শন করেন। একই সঙ্গে এদিন ইন্দিরা ময়দানে তৈরি হওয়া হেলিপ্যাড – এ হেলিকপ্টার নিয়ে ট্রায়াল দেওয়া হয়। এছাড়াও ইন্দিরা ময়দানে চলছে মঞ্চ তৈরীর কাজ।