ইলিশের জোগান দিতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে পাড়ি দেওয়া প্রস্তুতি চলছে জোর কদমে

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ : আর মাত্র কয়েকটা দিন তার পর গভীর সমুদ্রে পাড়ি দেবে মৎস্যজীবীরা বাঙালি প্রিয়া মাছ ইলিশের সন্ধানে। গত দু’মাস বন্ধ থাকার পর আগামী ১৫ ই জুন থেকে ফের শুরু হবে গভীর সমুদ্রে মাছ ধরা। এই দুই মাস মূলত সামুদ্রিক মাছেদের প্রজননের জন্য গত ১৫ এপ্রিল থেকে গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ করে দিয়েছিল মৎস্য দপ্তর। বিশেষকরে ইলিশের প্রজননের সময় এই দু’মাস। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, সাগর সহ বিভিন্ন বন্দর ও ঘাটে সমুদ্রে পাড়ি দেওয়ার প্রস্তুতি চলছে জোরকদমে। ট্রলার রঙ থেকে শুরু করে জাল সারাই কাজ ও অন্যান্য শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন মৎস্যজীবীরা। গত কয়েক বছর ধরে সামুদ্রিক মাছের আকাল। ফলে লোকসানে পড়েছেন ট্রলার মালিক থেকে মৎস্যজীবীরা।
চলতি বছরে লোকসান কাটিয়ে আবার লাভের মুখ দেখা যাবে, সেই আশায় বুক বাঁধছেন হাজার হাজার মৎস্যজীবী। মৎস্যজীবীরা মনে করছে গত কয়েক বছর বেশি পরিমাণে মাছ ধরার পড়ে নি স্বাভাবিক ভাবেই সেই কারনে এই বছর বেশি পরিমাণ মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাঙালির প্রিয় মাছ ইলিশের জোগান দিতে মৎস্যজীবীদের প্রস্তুতি এই মুহূর্তে জোর কদমে চলছে।