মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সাগরে গৃহস্থের বাড়িতে দু:সাহসিক চুরি

News Sundarban.com :
জুন ১২, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, সাগর: গৃহস্থের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর কোস্টাল থানার বিশ্বজিৎ মোড় এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গঙ্গাসাগর কোস্টাল থানার বিশ্বজিৎ মোড় এলাকার বাসিন্দা বিদ্যুৎ প্রধান শনিবার দিন বিকেলে ভাইঝির বাড়িতে বাৎসরিক পূজা উপলক্ষে গিয়েছিলেন। রবিবার সকালে বাড়ি ফিরে দেখেন বাড়ির গেটে তালা ভাঙ্গা।

ভিতরে গিয়ে দেখেন পুরো বাড়িটা উলটপালট করা। বিদ্যুৎ বাবুর পরিবারের দাবি এই ঘটনায় খোয়া গেছে কয়েক লক্ষ টাকার সোনার গয়না সহ নগদ ৭০ হাজার টাকা। এই ঘটনায় খবর দেওয়া হয় গঙ্গাসাগর কোস্টাল থানায়। ঘটনাস্থলে পৌঁছান গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ।