ইঞ্জিন ভ্যান উল্টে জখম মাছ ব্যবসায়ী

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং – মোটর চালিত ইঞ্জিন ভ্যান উল্টে গুরুতর জখম হলেন এক মাছ ব্যবসায়ী।ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং-গোলাবাড়ি রোডের দুমকি এলাকায়। গুরুতর জখম হয়েছেন মাছ ব্যবসায়ী নুরইসলাম গায়েন।বর্তমানে তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন ওই মাছ ব্যবসায়ী ক্যানিং থেকে মাছের পোনা নিয়ে মোটর চালিত ইঞ্জিন ভ্যানে করে হেড়োভাঙ্গার দিকে যাচ্ছিলেন। দুমকি এলাকায় ইঞ্জিনভ্যান বিকল হয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন দুর্ঘটনার খবর পেয়ে ওই মাছ ব্যবসায়ী কে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।