সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়ালো বাসন্তীতে

News Sundarban.com :
জুন ১১, ২০২৩
news-image

রাতভর বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়ালো বাসন্তী থানার অন্তর্গত কালিপদর মোড় এলাকায়। ঘটনাটাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়ায়। রাত্রি ১টা নাগাদ মুহুর্মুহু বোমা ফাটতে থাকে এই এলাকায়। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।

পুলিশ ঘটনাস্থলে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এলাকায় প্রচুর বোমা ফাটার দাগ এবং বোমার সুতলি ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে পুলিশ। কে বা কারা এই বোমাবাজি করছিল সে বিষয়ে পুলিশ নিশ্চিত নয়। তবে এলাকার মানুষের দাবি সামনেই পঞ্চায়েত ভোট তাই এলাকা দখলের লড়াই শুরু হয়ে গেছে। তৃণমূলের দুপক্ষের মধ্যেই বোমাবাজি হয়েছে। যদিও এ বিষয়ে তৃণমূলের কেউই মুখ খুলতে চাননি।

জেলার বিজেপি নেতা সঞ্জয় নায়েক বলেন, “পঞ্চায়েত ভোটে সন্ত্রাস চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েত কার দখলে থাকবে তা নিয়েই শনিবার রাতে তৃণমূলের মাদার গোষ্ঠী ও যুব গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়েছে।” রবিবার বিকেল পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারিনি পুলিশ।