সরকারি বাসেও এবার থেকে শুরু টিকিট চেকের ব্যবস্থা

বাসেও হবে টিকিট চেক।এই টিকিট চেক করার ব্যবস্থা যে একেবারে নতুন তা নয়।এবার এই লাগাতার টিকিট চেক করা শুরু হচ্ছে সব রুটের সরকারি বাসেও।সম্প্রতি রাজ্যের পরিবহণ দপ্তর বিনা টিকিটের বাসযাত্রী এবং অস্বচ্ছ বাস কন্ডাক্টর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। তবে এসটিইউ-এর তরফ থেকে এই পদক্ষেপ নেওযার পরই টিকিট বিক্রি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন সরকারি বাসে যাত্রীদের টিকিট পরীক্ষায় আরও বিশেষ ভাবে জোর দেওয়া হচ্ছে। রাজ্য পরিবহণ নিগমের অধীনস্থ সিএসটিসি, সিটিসি এবং ডব্লিএসটিসি-র বাসগুলিতে টিকিট পরীক্ষকরা বিশেষ তৎপরতা দেখাচ্ছেন।
বিনা টিকিটের যাত্রীদের ক্ষেত্রেও ২০০ টাকা মতো জরিমানা করা হচ্ছে।টিকিট পরীক্ষক আধিকারিকদের ক্ষেত্রে ২টি শিফট ছিল। এখন ডব্লিইবিটিসি আরও ভাল পর্যবেক্ষণের জন্য ৩ শিফট চেক করার ব্যবস্থা নেওযা হচ্ছে।