অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রয়োজনীয় পদক্ষেপ হবে, জেলাশাসকদের বার্তা কমিশনের

শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রয়োজনীয় পদক্ষেপ হবে। শুক্রবার জেলাশাসকদের সঙ্গে নয়া নির্বাচন কমিশনার ভার্চুয়াল বৈঠকে বসেন।বৃহস্পতিবারই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।এরপর শুক্রবার জেলাশাসকদের সঙ্গে নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহা ভার্চুয়াল বৈঠকে বসেন। প্রথম দিনের বৈঠকেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে জেলাশাসকদের বার্তা দেন রাজ্য নির্বাচন কমিশন।
তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হবে কি না, তা নিয়ে এখনও কিছু মন্তব্য করেনি কমিশন।