মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী ৮ জুলাই রাজ্যের পঞ্চায়েত ভোট

News Sundarban.com :
জুন ৮, ২০২৩
news-image

৮ জুলাই একদফাতেই রাজ্যের পঞ্চায়েত ভোট। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার। নির্বাচন কমিশনার জানিয়েছেন, আজ থেকেই রাজ্যে চালু হয়ে গেল আদর্শ আচরণ বিধি।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ রাজ্য নির্বাচন কমিশনের দফতর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব সিনহা পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন।

দার্জিলিং-কালিম্পংয়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট হবে।। বাকি জেলাগুলিতে হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। সমস্ত ভোটগ্রহণ হবে আগামী ৮ জুলাই।  ৯ জুন থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু।১৫ জুন পর্যন্ত চলবে নমিনেশন।২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণা দিন পরে জানানো হবে।