মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর, রবিবার থেকে রাজ্যে শুরু ঝড় -বৃষ্টি

News Sundarban.com :
জুন ৭, ২০২৩
news-image

তীব্র তাপপ্রবাহ রাজ্য জুড়ে চলাকালীন স্বস্তির পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে প্রবেশ করছে বর্ষা। একইসঙ্গে এ রাজ্য আগামী রবিবার থেকে ঝড়-বৃষ্টির পরিবেশ তৈরি হবে প্রাক বর্ষার মুহূর্তে।তবে ভরা বর্ষা নামতে এখনও দেরি রয়েছে।

কারণ, সাধারণত কেরলের ভূমি বর্ষা স্পর্শ করার পর বাংলায় বর্ষা আসতে সময় লাগে ১০ দিন। ফলে বঙ্গে বর্ষার পদার্পণ এখনও দূর অস্ত। এদিকে আবার বর্ষা আসার পথে বাধা তৈরি করেছে একদিকে আরব সাগর এবং অন্য দিকে মায়ানমার সংলগ্ন সমুদ্র।

এই প্রাক বর্ষার বৃষ্টিতে রবিবার দক্ষিণবঙ্গের অন্তত ৯ জেলায় বৃষ্টির আশা রয়েছে। উপকূল অবস্থিত জেলায় মেদিনীপুর, চব্বিশ পরগনার কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে একটিভিটি সম্ভাবনা থাকছে।