উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ এবং নবম স্থান অধিকার করল নামখানা ব্লকের রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলের দুই পড়ুয়া

ঝোটন রয়, নামখানা : উচ্চমাধ্যমিকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় জয়জয়কার। উচ্চমাধ্যমিকে এবারে রাজ্যে ষষ্ঠ এবং নবম স্থান অধিকার করেছে প্রত্যন্ত সুন্দরবনের নামখানা ব্লকের রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলের দুই পড়ুয়া। ৪৯১ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছেন তমাল কান্তি দাস এবং ৪৮৮ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছেন পবিত্র মাইতি । টিভিতে তাদের নাম ঘোষণা হওয়ার পর তাদেরকে শুভেচ্ছা জানাতে স্কুলে এমনকি তার বাড়িতে পৌঁছে যাচ্ছেন প্রতিবেশী থেকে শুরু করে শিক্ষক, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্তারা। ফুলের তোড়া থেকে শুরু করে মিষ্টির প্যাকেট দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। শুভেচ্ছার বন্যায় ভাসছে রাজনগর স্কুলের তমাল এবং পবিত্র।
তমাল কান্তি দাস
বাংলায় নম্বর পেয়েছে ৯৭, ইংরেজিতে ৯৮, কেমিস্ট্রিতে ৯৬,
ফিজিক্সে ১০০,
গণিতে ১০০। তমাল আগামী দিনে নিজেকে ফিজিক্সের প্রফেসর হিসেবে দেখতে চায়।
অন্যদিকে পবিত্র মাইতি বাংলায় পেয়েছেন ৯৫, ইংরেজিতে ৯৮, কেমিস্ট্রিতে ৯৮,
ফিজিক্সে ৯৬,
গণিতে ১০০,
বায়োলজিতে ৯৬।
পবিত্র আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়।
এই প্রসঙ্গে রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক কিশোর পাত্র বলেন, খুব ভালো লাগছে আজকের আমাদের এই নামখানা ব্লকের রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলের দুইজন ছাত্র ষষ্ঠ এবং নবম স্থান অধিকার করেছে । এসডিও অফিস থেকে শুরু করে বিডিও, এমনকি ব্লক সভাপতি, জেলা পরিষদের অধ্যক্ষ, এসআই সাহেব, শিক্ষা সেলের কর্ণধার সবাই আমাদের দুজন স্কুল পড়ুয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজকের এই দিনটাকে আমরা উপলব্ধি করছি। কোনো একটা ভালো কাজের জন্যই আমরা যদি প্রতিনিয়ত লেগে থাকি তাতে আমরা সাফল্য পেতে বাধ্য। নিজেদের একাগ্রতা এবং আমাদের স্কুলের যে কোচিং এর যে সিস্টেমটাকে পাথেয় করে তমাল এবং পবিত্র আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে। আমরা চাই ওরা আরো ভালো জায়গায় নিজেদেরকে উপস্থাপন করুক। আমরা আগামী দিনে পরবর্তী জেনারেশনকে তৈরি করার জন্যই আমরা একটা রসত পেয়ে গেলাম। আজ নামখানা ব্লকের একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করলো তমাল এবং পবিত্র।