গঙ্গাসাগরে অনুষ্ঠিত হলো গণবিবাহ

ঝোটন রয়, দক্ষিণ ২৪ পরগনা : লাভ ইন্ডিয়া ফাউন্ডেশন ও ভারতীয় মাড়ুয়ারী সমাজ উদ্যোগে অনুষ্ঠিত হলো গণবিবাহ।
সাগর ক্রিয়াযোগ আশ্রমের আয়োজনে সাগর ব্লকে দিগম্বরী ছবি মহলে গণ সম্প্রদায়ের বিবাহ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অধ্যক্ষ তথা গঙ্গাসাগর ও বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ৮ জন নব দম্পতি। এই পরিপ্রেক্ষিতে শ্রীমন্ত কুমার মালি বলেন, হিন্দু শাস্ত্র মতে গরিব মানুষরা এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এটি একটি মহতি উদ্যোগ। আমি অভিভূত। পরবর্তীকালে এই রকমই আরো অনুষ্ঠান হয় তার জন্য আমরা ওনাদের অনুরোধ করেছি।