রেড রোডে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ, আদিবাসী নৃত্যে পা মেলালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা আতঙ্ক কাটিয়ে দু’বছর পর স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে মাতলো কলকাতার রেড রোড। রবিবার থেকেই পুলিশের করা নজরদারি ও নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল রেড রোডের বিভিন্ন জায়গা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে গার্ড অফ অনার দেওয়া হল। পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে পুষ্প বৃষ্টিও করা হয়।
দু’বছর পর রেড রোডের দর্শক আসনে ছিলেন অগণিত মানুষ। অনুষ্ঠানে পুলিশ আধিকারিকদের পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপনের পর রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।