নামখানা ব্লকে বাস ও টোটোর ধাক্কায় গুরুতর যখম টোটো চালক

ঝোটন রয়, নামখানা: যাত্রীবাহী বাস ও টোটোর ধাক্কায় গুরুতর যখম হলো মৃন্ময় পাত্র নামে এক টোটো চালক। ঘটনাটি ঘটেছে নামখানা ব্লকের ১১৭ নম্বর জাতীয় সড়কের গার্লস স্কুল নামক স্টপেজে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল এগারোটা নাগাদ একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস বকখালী থেকে কাকদ্বীপের দিকে যাচ্ছিল। বাসটি গার্ল স্কুল স্টপেজ এর কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টোটোকে সজরে ধাক্কা মারে। এমতো অবস্থায় টোটোর মধ্যে থাকা চালক গুরুতর জখম হয়। স্থানীয়রা ছুটে এসে ওই জায়গা থেকে টোটো ড্রাইভার কে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।
ততক্ষণে স্থানীয়রা নামখানা থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বাস ও টোটোকে থানায় নিয়ে যায়।
উল্লেখ্য শনিবার রাত্রে সাড়ে সাত মাইলে একটি ষাঁড়কে ধাক্কা মারে একটি বাইক। এই ঘটনায় আহত হয় বাইক চালক। স্থানীয়রা জখম বাইক চালককে উদ্ধার করে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।