রথের দিন দলীয় কার্যালয়ের ভিত পুজো হল নামখানা ব্লকে

ঝোটন রয়, নামখানা: রথযাত্রার দিন দলীয় কার্যালয়ের ভিত পুজো হল নামখানা ব্লকে। নামখানা ব্লকের হরিপুর গ্রামের ২১৬ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের ভিত পুজো অনুষ্ঠিত হয়। ফুল, চন্দন, ধূপ জ্বেলে নারিকেল ফাটিয়ে ভিত পুজোয় অংশ নিলেন যুবমোর্চার জেলা সভাপতি বিপ্লব নায়েক, উপস্থিত ছিলেন সাগর মন্ডল 5 এর সভাপতি অনুপ সামন্ত, জেলার সহসভাপতি সুমিত , 216 বুথ সভাপতি উওম দাস, এছাড়াও মন্ডল ও বুথের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
এই প্রসঙ্গে যুবমোর্চার জেলা সভাপতি বিপ্লব নায়েক বলেন, শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে এই অসুররুপি তৃণমূল কংগ্রেস জাতে এই বাংলা থেকে তাড়াতাড়ি বিদায় হয় তার কামনা করেছি। এই শুভ দিনে রথের চাকা গড়িয়ে ওদের বিনাশ কামনা করি।
এই কার্যালয়ের ভিত পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার দুইশতাধিক কর্মী সমর্থকরা।