রক্তদান শিবির অনুষ্ঠানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা

ঝোটন রয়, গঙ্গাসাগর: প্রত্যন্ত সুন্দরবনের সাগর ব্লকে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। সাগর কৃষ্ণনগর ইয়ুথ কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। 32 তম বর্ষের রক্তদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, এছাড়া উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার প্রধান, উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের সদস্য মহিতোষ দাস সহ অন্যান্য বিশিষ্ট্য ব্যক্তিবর্গ।
এই রক্তদান কর্মসূচিতে এলাকার বেশিরভাগ যুবক এই শিবিরে রক্ত দান করেন।
অবশেষে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা রক্তদাতাদের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দেন।
বিভিন্ন হাসপাতালে আজ রক্তের সংকট তাই এই সংকট মোচনের জন্য রক্তদান শিবির খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে থালাসেমিয়া রোগীদের কে বাঁচাতে রক্তের বিশেষ প্রয়োজন বলে মনে করছেন এই অ্যাসোসিয়েশনের আধিকারিক বৃন্দ।