দলের অন্দরে কিছু গদ্দার রয়েছে : সুকান্ত মজুমদার

রাজ্যের আইন শৃঙ্খলা মুখ্যমন্ত্রীর হাতের বাইরে চলে গেছে। কোনো অপরাধের বিচার সঙ্গে সঙ্গে না হওয়ার জন্যেই এমন পরিনতি। যারা আজ এমন নোংরা কাজ করছে তারা জানে আমাদের কোনো শাস্তি হবে না। ফলে যা খুশি তাই করছে।
যারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিজেদের নিরাপদ মনে করে তাদের এই অবস্থা হলে গ্রাম বাংলার অবস্থা কী? এই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও উচ্চ থেকে উচ্চতর শাস্তি দেওয়া উচিৎ। বাঁকুড়ায় প্রধানমন্ত্রীর আট বছরের সুশাসন ও গরীব কল্যাণ অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জোড়া খুনের ঘটনায় এই প্রতিক্রিয়া দিলেন সাংসদ তথা বিজেপি মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সম্প্রতি সুকান্ত মজুমদার বলেন, দলের অন্দরে কিছু গদ্দার রয়েছে। তারাই ভেতরের খবর বাইরে বের করে দিচ্ছে।
এদিন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে লকেট চট্টোপাধ্যায় বলেন, “রাজ্য সভাপতি যা বলেছেন আগে অনেকেই তা বলেছেন। যারা দলের অন্দরের খবর বাইরে বের করে দিচ্ছে তাদের একে একে নাম সামনে আসতে শুরু করেছে। তৃনমূলের মাইনে করা যারা বিজেপিতে ঢুকে এই দলকে ভাংবার চেষ্টা করছে তাদের চিহ্নিত করে তাদের আসল চরিত্র সামনে আনা হবে”।