মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধ্যমিকের ফল প্রকাশের পর ১০ জুন প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল

News Sundarban.com :
জুন ৪, ২০২২
news-image

মাধ্যমিকের ফল প্রকাশের পরে এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিল, এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে। জানা গেছে, আগামী শুক্রবার ১০ ই জুন প্রকাশিত হতে চলেছে ২০২২ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। এছাড়াও সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। বেশ কিছু ওয়েবসাইট থেকেও উচ্চমাধ্যমিকের ফলাফল জানা যাবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

এছাড়াও ‘WBCHSE results 2022’ অ্যাপের মাধ্যমে জানা যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল। সকাল ১১:৩০ থেকে অনলাইনে ফল প্রকাশ হবে। প্রসঙ্গত, এবছর উচ্চমাধ্যমিক অফলাইনে নেওয়া হয়েছিল। ৭ লক্ষ ৪৫ হাজার পরীক্ষার্থী এ বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে।