রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ছাত্র দৈপায়ন মাধ্যমিকে নবম, প্রাপ্ত নাম্বার ৬৮৫

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ছাত্র দৈপায়ন সাহা এবারে মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে। দৈপায়নের প্রাপ্ত নাম্বার ৬৮৫। দৈপায়নের বাড়ি ইছাপুর নবাবগঞ্জে।
মেডিকেল নিয়ে পড়াশুনা করে ভবিষ্যতে চিকিৎসক হতে চায়, এই কৃতী পড়ুয়া। তার সাফল্যের কৃতিত্ব বাবা-মা ছাড়াও স্কুলের শিক্ষকদের দিতে চায় দৈপায়ন। দৈপায়নের পিতা দীপঙ্কর সাহা কেন্দ্রীয় সরকার অধিকৃত সংস্থার কর্মচারী। মা দেবযানী সাহা গৃহবধূ। ছেলের সাফল্যে বেজায় খুশি সাহা দম্পতি জানান, আশা করেছিলাম ছেলে ভালো ফল করবে। তবে ওকে পড়াশুনার জন্য কোনওদিন বকাবকি করতে হয়নি।
নিজের সময়মতোই ছেলে পড়তো বসতো। দৈপায়ন জানিয়েছে, প্রতিদিন আট থেকে দশ ঘন্টা সে পড়াশুনা করতো। বাংলা ও ইতিহাস বাদে পাঁচটি বিষয়ে তার গৃহশিক্ষক ছিল। অবসর সময়ে সে গিটার বাজিয়ে, গল্পের বই পড়ে এবং ছবি এঁকে সময় কাটাত।