নজরুলের 124তম জন্মদিবস পালন করল নিউ গৌরাঙ্গ স্পোটিং ক্লাব

নিজস্ব প্রতিনিধি, নামখান : সুন্দরবনের নামখানা ব্লকের শিবপুর জংশনের নিউ গৌরাঙ্গ স্পোটিং ক্লাবে পালিত হল নজরুল ইসলামের 124 তম জন্ম দিবস।
কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ছিলেন। তাঁর কবিতা শুধু নয় তিনি সংগীত জগতে একটা বড় মাইলফলক। আজ বিশ্বের দরবারে তার সংগীতের ধ্বনি ওঠে।
মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে তাঁর প্রবেশ । তিনি সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তাঁর প্রধান পরিচয় হলো তিনি একজন কবি। প্রদীপ প্রজ্জ্বলন ও কবির কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয়।
কবিতার পর কবির ছবিতে মাল্যদান করেন ক্লাব সম্পাদক সুমন্ত মন্ডল, মাল্যদান করেন সভাপতি শুভেন্দু দাস। একে একে করে ক্লাবের ক্রীড়া সম্পাদক সুকান্ত মন্ডল, কোষাধক্ষ্য বলরাম দাস, দেবজ্যোতি দাস আরো অন্যান্য সদ্যস্য বৃন্দ মাল্যদান করেন।