নদীপথে “দুয়ারে সরকার” ট্যাবলো উদ্বোধন হল নামখানায়

নামখানা: “যার যখন যেখানে দরকার…. এসেছে আপনাদের দুয়ারে সরকার” । মানুষের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় আজ ২১ মে শনিবার থেকে পুনরায় শুরু হলো “দুয়ারে সরকার”।
আজ নামখানা ব্লকের হাতানিয়া-দোয়ানিয়া নদীপথে একটি ভ্রাম্যমান “দুয়ারে সরকার” ট্যাবলো উদ্বোধন হয়। এই ট্যাবলোয় তৃণমূল সরকারের যেসমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পের ব্যানার দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে নদীবক্ষে ভাসানো হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নামখানা ব্লকের বিডিও শান্তনু সিংহ ঠাকুর সহ অন্যান্য আধিকারীক বৃন্দ। 31মে পর্যন্ত এই ভাবে এই ক্যাম্প চলবে।