আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে থানায় গনডেপুটেশন দিল বিজেপি

নামখানা : নামখানা থানায় গন ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি। রাজনৈতিক হিংসা পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ও সার্বিক আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে ভারতীয় জনতা পার্টি দক্ষিন 24 পরগনা জেলার নামখানা থানায় গনডেপুটেশন দেয়।
এই গনডেপুটেশনে উপস্থিত ছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যোৎ বৈদ্য, উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিপ্লব নায়েক, সাগর মন্ডল -5 এর সভাপতি অনুপ সামন্ত সহ জেলার অন্যান্য নেতৃত্বগন ও বহু কর্মী, সমর্থক। এই গনডেপুটেশনে পাঁচ শতাধিক নেতাকর্মী সামিল হয়েছিলেন।