ডুবন্ত নৌকা থেকে চার ব্যক্তিকে উদ্ধার করল গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ

গঙ্গাসাগর: ডুবন্ত নৌকা থেকে চার ব্যক্তিকে উদ্ধার করল সুন্দরবন জেলা পুলিশের গঙ্গাসাগর কোস্টাল থানার।
একটি বালি ও স্টোন চিপ বোঝাই বোট (মা কালী) পূর্ব মেদিনীপুর থেকে বেনুবন আসছিলো। কিন্তু বেনুবনের কিছুটা আসার আগে বোটটি ডুবতে আস্তে আস্তে করে শুরু করে। খবর দেওয়া হয় থানায়।
খবর পাওয়া মাত্রই সুন্দরবন জেলা পুলিশের গঙ্গাসাগর কোস্টাল থানার সাব ইন্সপেক্টর সুমন বিশ্বাস ও তার বিশেষ টীম উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পরে।
অসাধারণ বীরত্ব ও দারুন দুঃসাহসিকতার পরিচয় দেখিয়ে ডুবন্ত বোট থেকে চার ব্যাক্তিকে উদ্ধার করে ও নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে।
উদ্ধার করা ব্যাক্তিরা হলেন
রামপ্রসাদ মাইতি, রামপ্রসাদ প্রামানিক, অনিমেষ মন্ডল,
ঘনশ্যাম মাইতি। পুলিশের এই সাহসীকতার প্রশংসায় পঞ্চমুখ আমজনতা।