দেশে করোনা সংক্রমণ, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

দেশে করোনা সংক্রমণ আবার বাড়তে থাকায় প্রধানমন্ত্রী আজ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে করতে চলেছেন। আজ বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টায় এই ভার্চুয়াল বৈঠক হবে। প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের আধিকারিকরা ছাড়াও এই বৈঠকে যোগ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এবং মন্ত্রকের আধিকারিকরাও।
জানা গিয়েছে, স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ করোনার বর্তমান পরিস্থিতি, টিকার পরিমাণ, বুস্টার ড্রাইভ এবং নির্দিষ্ট রাজ্যে সংক্রমণের গতিপথ নিয়ে আলোচনা করবেন।