গাড়িচালকের হাতে ORS মেশানো জল ও বাতাসা দিতে দেখা গেল পুলিসকর্মীদের

হাঁসফাঁস দশা জনজীবনের। এই পরিস্থিতিতে নাগরিকবৃন্দকে খানিক স্বস্তি দিতে এগিয়ে এল পুলিস। পথচলতি মানুষ থেকে গাড়িচালকের হাতে ORS মেশানো জল ও বাতাসা তুলে দিতে দেখা গেল পুলিসকর্মীদের।
মানবিক পুলিস। এককথায় এমনটাই বলা যায়। এই বিশেষণটাই খাটে। প্রবল গরমেও যেসব মানুষ ও গাড়িচালক রুটি-রুজির দায়ে বা অন্য কোনও প্রয়োজনে বাইরে বেরতে বাধ্য হয়েছেন, তাঁদের পিপাসা মেটাতে এগিয়ে এলেন পুলিসকর্মীরা। রাজ্য সড়কের ধারে একটা জলসত্র খুলেছেন তাঁরা।
তারপর পথচলতি মানুষ থেকে গাড়িচালক, সবার হাতেই ORS মেশানো জল ও সাথে বাতাসা তুলে দিতে দেখা গেল পুলিশকর্মী থেকে আধিকারিকদের। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার। ঘাটাল থানার উদ্যোগে ঘাটাল শহরের কলেজ মোড় ও কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় এই ব্য়বস্থা করা হয়েছে।-zee24