নিষিদ্ধ গাঁজাসহ উদ্ধার হলো একটি Bolero গাড়ি

মাদক মজুদ এবং ব্যবসার গোপন খবরের ভিত্তিতে জীবনতলা থানার পুলিশ হানা দিল গাব্বুনিয়া গ্রামে। নিষিদ্ধ গাঁজাসহ উদ্ধার হলো একটি Bolero গাড়ি। পাচারকারীর বাড়িতেও উদ্ধার মাদক। পলাতক পাচারকারীর খোঁজে চলছে তল্লাশি।
আজ সকালে একটি গোপন সূত্রে জীবনতলা থানায় খবর আসে যে আলাউদ্দিন শেখ ওরফে নাটা নামক এক ব্যক্তি জীবনতলা থানার গাব্বুনিয়া গ্রামে নিষিদ্ধ মাদকের অবৈধ ব্যবসা চালাচ্ছে গোপনে। আরো খবর মেলে যে একটি Bolero গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে মাদক পাচার করাও হচ্ছে। এই খবরের উপরে পুলিশ রেইড করে।
গাব্বুনিয়া গ্রামে আলাউদ্দিন এর বসত বাড়ি এবং বাড়ির কাছেই খুঁজে পাওয়া গাড়িতে তল্লাশি চালিয়ে বেশ পরিমাণ নিষিদ্ধ গাঁজা উদ্ধার হয়।
গা ঢাকা দিয়েছে উক্ত মাদক পাচারকারী। বর্তমানে আলাউদ্দিন এর খোঁজে তল্লাশি চলছে।