বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন না প্রধানমন্ত্রী, চলেছে রাজনৈতিক চাপানউতোর

আর কয়েক দিনের মধ্যেই কলকাতায় শুরু হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার।
অন্যদিকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমন্ত্রণ গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তবে সংশয় ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে রাজ্যে আসা নিয়ে।
শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো। জানা গিয়েছে, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রী আসছেন না। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের পেছনে কি দায়ী রাজনৈতিক চাপানউতোর? এটাই এখন বড় প্রশ্ন।