চুক্তির ভিত্তিতে স্বাস্থ্য দফতরে নিয়োগ করা হবে ১১, ৫৫১ জন কর্মী

স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার স্বাস্থ্য দফতরে প্রায় সাড়ে এগারো হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। চুক্তির ভিত্তিতে স্বাস্থ্য দফতরে ১১, ৫৫১ জন কর্মী নিয়োগ করা হবে।নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই কর্মী নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শহর ও গ্রামে সুস্থ স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যেই এই বিপুল নিয়োগের উদ্যোগ।
- চুক্তি ভিত্তিতে নিয়োজিত এই কর্মীদের প্রকল্প ভিত্তিক কাজে লাগানো হবে।
- রাজ্য সরকার গ্রাম ও শহরাঞ্চলে স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে।
- সেজন্য আউট সোর্সিংয়ের মাধ্যমেও কর্মী নিয়োগ করা হবে।
- স্বাস্থ্য দফতরের পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পরিবহন দফতরেও কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, সীমান্ত লাগোয়া যেসব ট্রাক পার্কিং টার্মিনাল রাজ্য সরকার ইতিমধ্যেই অধিগ্রহণ করেছে সেখানকার পার্কিং কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
- এছাড়া খাদ্য দফতরেও ৩৪২ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।