‘এবার অন্ধকারেও নিরাপদে এই ১৩০ কিলোমিটার পথে ভেসেল চলাফেরা করতে পারবে’

এবার থেকে রাতেও সাগর থেকে কলকাতা বন্দর পর্যন্ত পণ্যবাহী ভেসেল চলাফেরা করতে পারবে।
তিনি বলেন, একাধিক বিপদ সঙ্কুল বাঁক ও চড়া বিশিষ্ট ওই পথে রাতে ভেসেল চালানো যেতনা।পণ্য পরিবহনে এর প্রভাব পড়ছিল। নতুন প্রযুক্তিতে ভেসেল চালকেরা নিজেদের ল্যাপটপেই দেখে নিতে পারবেন তারা তীর থেকে কত দূরত্বে আছেন। ফলে বিপদের আশঙ্কা থাকবে না।
অন্ধকার রাতেও ওই পথে ভেসেল চলাচল করতে পারবে। একটি নতুন উপগ্রহ নির্ভর দিকনির্দেশ প্রযুক্তির মাধ্যমে রাতের অন্ধকারেও নিরাপদে এই ১৩০ কিলোমিটার পথে ভেসেল চালানো সম্ভব হবে বলে কলকাতার শ্যাম প্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন । অন্যদিকে করোনা (covid19 ) অতিমারী জনিত পরিস্থিতির কারণে চলতি বছরেও পণ্য পরিবহনে ভাঁটার টান লক্ষ্য করা যাচ্ছে বলে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের চেয়ারম্যান জানিয়েছেন।
তিনি জানান বিশেষ করে কয়লা, সারের মতো পণ্যের দাম বাড়ায় সেগুলি আমদানির পরিমাণ কমছে। তা সত্ত্বেও বন্দরের বিগত আর্থিক বছরে ১২০ কোটি টাকা নিট মুনাফা হয়েছে। ২০-২১ আর্থিক বছরে যার পরিমাণ ছিল ১০৪ কোটি টাকা।