মায়ের কাছে সকলের একটাই প্রার্থনা, বছরটা খুব ভালো কাটুক

আজ বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ। দু-বছর বাদে সেই চেনা ছবি দক্ষিণেশ্বরে।
শুক্রবার সকাল থেকেই প্রিয়জনের মঙ্গল কামনায় দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে ভিড় পুণ্যার্থীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড়ও বেড়েছে দক্ষিণেশ্বরে। মায়ের কাছে সকলের একটাই প্রার্থনা, বছরটা খুব ভালো কাটুক।
দূরদূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা জানালেন, দুবছর সকলেরই গৃহবন্দি ছিল। এবার করোনা আতঙ্ক সরিয়ে নতুন বছরে সকলেই উৎসবে মেতে উঠবে।