গ্রাম উন্নয়ন মন্ত্রকের স্বীকৃতি পেল রাজ্য পঞ্চায়েত দফতর

কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রকের স্বীকৃতি পেল রাজ্য পঞ্চায়েত দফতর। ২০২০-২১ অর্থ বর্ষ-এর জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে এই ১৪টি পুরস্কার পেল পঞ্চায়েত দফতর।
রাজ্যের মোট ১৪টি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত এই পুরস্কার পেয়েছে।
মূলত শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত পুরস্কার, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট পুরস্কার, রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার, পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার এই চারটি পুরস্কার দেওয়া হয়েছে রাজ্যকে।