বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মীরা

News Sundarban.com :
এপ্রিল ৮, ২০২২
news-image

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কালোবাজারি রুখতে মাঠে নামল প্রশাসন। কলকাতার  একাধিক বাজারে শুক্রবার অভিযান চালান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মীরা।  শ্যামবাজার , হাতিবাগান , লেক মার্কেট সহ শহরের একাধিক বাজারে গিয়ে ব্যাবসায়ীরদের কাছে গিয়ে শাক সবজি-সহ মাছ মাংস সহ বিভিন্ন জিনিসের দর জানতে চান।

মূলত ক্রমাগত জ্বালানীর মূল্যবৃদ্ধির  জেরে কয়েকদিন ধরে বেড়েই চলেছে শাকসবজি, ফল মাছ, মাংসের দাম। মূল্যবৃদ্ধি এই হারে বাড়তে থাকলে নাগালের বাইরে চলে যাবে বলে আশঙ্কা আমজনতার। দেশের ৫ রাজ্যের ভোটের ফলপ্রকাশের পর থেকেই পেট্রোল-ডিজেলে মাত্রা ছাড়ানো মূল্যবৃদ্ধি হয়েছে। এনিয়ে রীতিমত চিন্তায় রয়েছেন রাজ্যের মুখ্যোমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

এনিয়ে ইতিমধ্য়েই নবান্ন সভাঘরে বসে রাজ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদস্ত আমলা, টাস্ক ফোর্সের প্রতিনিধি এবং বাজার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

এই মুহূর্তে বাজারে কোনও অসাধু ব্যবসায়ীরা চড়া দরে কিছু বিক্রি করছেন কিনা এবং ব্ল্যাকে কিছু জমাচ্ছেন কিনা, এনিয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে খতিয়ে দেখতে বলেন।